.                  সুবন্দোবস্ত


পথিক তুমি চলবে কোথায় চাপা পড়েই মরো
হাঁটার রাস্তা জবরদখল, কাকে বলবে সরো।
           নয়কো ওরা দিনভিখারি
           আছে ওদের গাড়ি বাড়ি
মাসোহারা চুক্তিমাফিক যতই নালিশ করো।


                     পরিযায়ী


   পরিযায়ী পক্ষীগুলো ভাসছে ঝিলের জলে
  গুগলি শামুক মছলি খেয়ে আছে এ অঞ্চলে।
                অস্থায়ী নীড় খোঁজে
               পেলেই মাথা গোঁজে
শীত ফুরোলে আবার ওরা স্বদেশে যায় চলে।