.                   মানিব্যাগ হাপিস


    বাজার থেকে ব্যাজার মুখে ফিরল খালি হাতে
গিন্নি বলে, ‘কিছুই তো নেই পড়বে কী আজ পাতে।’
                   ‘মানিব্যাগ হাপিস
                   মিলবে কীসে ফিস
  শুধু লঙ্কা-পেঁয়াজ দিয়েই সারবো ভোজন রাতে।’


            সখীর সাথে মেলায়


মণিকাদি বলল ডেকে, 'মেলায় যাবো আজ
তোমাকেও যেতে হবে জলদি সারো কাজ।'
            হলুদ-রঙা শাড়ি পরি
          গড়লে বেলা রিকশা ধরি
  দুইজনারই পরনে আজ রংবাহারি সাজ।