.          বড়ি যেন ইটের ঢেলা


কেমন বড়ি দিলে খেতে ভাঙল দুটো দাঁত
যেন ঝামা-ইটের ঢেলা চলছে রক্তপাত।
          'জেনেও তুমি কেন খেলে
        ভাঙত না দাঁত দিলে ফেলে
নকল দাঁত লাগিয়ে দেব, বড়ির মুণ্ডুপাত।’


               ঘরে বসেই আন্দামান


বিকেলবেলা দাওয়ায় বসে দিচ্ছে হারু হুঁকোয় টান
শুধায় তারে কালী কাকা, ‘যাবে নাকি আন্দামান?’
                  'যাব না ভাই কালী
                 আসছে আজই শালি
    সুনয়নার জন্য আজও আকুপাকু আমার প্রাণ।