.              নিদারুণ জ্বালা


    প্রখর রৌদ্রতাপে ঝলসায় গাছপালা
সহে ওরা অকাতরে নিদারুণ এই জ্বালা।
            মেঘপানে চেয়ে বলে
'          অঝোরে দাও না ঢেলে
জুড়াক প্রাণ, ভরুক খানাডোবা, নদীনালা।


                  দাদু-নাতি


    লাঠি হাতে রোজ দাদু যায় নদীতীরে
মেঘ দেখে ছেলে ডাকে, 'ফিরে এসো ঘরে'।
          ছাতা নিয়ে ছোটে নাতি
           নীড়ে ফেরে বকপাতি
  তাড়াতাড়ি ফিরে আসে ওর হাত ধরে।