.         পূর্ণগ্রাস


মাঘী পূর্ণিমার সন্ধ্যাকাশে
নিশাকর গেল পূর্ণগ্রাসে।
        ঘন তমসা
      কোথায় ভরসা
ঘণ্টাদুই পর ফের হাসে।


               আত্মাহুতি


  ভাষার জন্য আত্মাহুতি দিল তাঁরা
  মায়ের চোখে অবিশ্রান্ত অশ্রুধারা।
           আম্রশাখে বোল
          শূন্য হ’লো কোল
নরপিশাচ, অমূল্য প্রাণ কাড়ল যারা।