.         মনে বসন্ত


  বসন্ত ওই নাড়ছে কড়া
ছায়ায় এসো, রৌদ্র কড়া।
        দখিনা পবন
        উড়ু উড়ু মন
স্বপ্ন শোভন সৌধ গড়া।


           আত্মা শাশ্বত


জীবের দেহ মিশবে ধুলায় শেষে
ফুলের মালা, ঢাকা সফেদ বেশে।
            শাশ্বত আত্মা
            হবে বেপাত্তা
  যাবে উড়ে তারকাদের দেশে।