.      তাঁকেই ডাকো


নিজের প্রতি আস্থা রাখো
  দুঃখ কষ্ট হাস্যে ঢাকো।
       ভুলবে ক্লান্তি
       মিলবে শান্তি
নিষ্ঠাভরে তাঁকেই ডাকো।


            খাঁচা ভেঙে ওড়


থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়
গতানুগতিক সব নেই কোনো মোড়।
              কেন যে এমন
              বলে সদা মন
‘খাঁচার ভিতরে কেন, দোর ভেঙে ওড়।’