.               আত্মসুখ


  সততা এখন সোনার পাথরবাটি
অলীক প্রত্যাশা, বিরল মানুষ-খাঁটি।
             শুধু আত্মসুখ
             অপরে বিমুখ
ওদের চেহারা ঘরদোর পরিপাটি।


   বিনা শ্রমে কী ফলে


ফেল কড়ি মাখো তেল
বিনা শ্রমে হয় না খেল।
        শস্য পাবে
       পোঁত আগে
হামার ভর্তি ধান অঢেল।