.                সাহায্যের হাত


মুখ ফিরিয়ে থেকো না আর কেউই নয় পর
বিপন্নকে করতে আপন বাড়িয়ে দিয়ো কর।
          কখন যে কার সেবা লাগে
          শত্রু হলেও সোহাগ জাগে
   কুণ্ঠা কেন মহৎ কাজে লেগে যাও সত্বর।


               নির্লজ্জ


  ঝগড়া করা খুবই সহজ কাজ
করে তাঁরা, পায় না যারা লাজ।
          জোটে উপহাস
          ফেলে দীর্ঘশ্বাস
খ্যাতির চূড়ায় পড়ে তখন বাজ।