.             আহেলী প্রেম


   ফুলবাগিচায় উড়ছে প্রজাপতি
ফুলের মতো ওরাও ছড়ায় জ্যোতি।
             মধুর আশে
            উড়ছে পাশে
   পুষ্পেরা সব খুবই ভাগ্যবতী।


                     মধুঋতু বসন্ত


কেন এমন ডাকছে কোকিল আম্রকুঞ্জ শাখে শাখে
কুসুমকলি রঙিন বেশে আকাশ পানে খুঁজছে কাকে।
             মৌমাছিরা পাখনা মেলে
             নেচে গেয়ে নিত্য খেলে
ঘুম ভাঙিয়ে প্রভাতবেলা কোন সখীকে এখন ডাকে।