.                  অভিসার


গোধূলিতে আকাশ রাঙা হাসে পলাশ বন
রঙের ছটায় বিরহিণীর উদাসী আজ মন।
         'আসবে প্রিয় অভিসারে
          কী দিয়ে যে বরি তারে'
পূর্ণিমাতে পুব আকাশে জোছনা-প্লাবন।


                    মহাশিবরাত্রি


সারাটা দিন উপোষ করে শিবের মাথায় জল ঢালে
  ডালা ভরে অর্ঘ্য সাজায় ফলফুলারি চাল-ডালে।
              মানত করে যে যা চায়
               নরনারী তা কি পায়?
  পরম্পরা মেনে আজও ভক্তিভরে দীপ জ্বালে।