.                 বিরহিণী


  প্রভাতবেলা অমন করে ডাকিস কারে
লজ্জা কীসের, মুখ লুকিয়ে পাতার আড়ে।
              ভেবে না পাই কূল
              কেন তুই ব্যাকুল
  কার বিরহে কাতর এমন বল আমারে।


                দিগদিশারি


পথের পাশে বসে আছে মৌনমুখে
  ঘোমটা টানা গৃহহীনা শূন্য বুকে।
         সজল চোখে চাওয়া
         একলা তরি বাওয়া
শুধু তিনিই দিগদিশারি এমন দুঃখে।