.                  নবান্ন উৎসব


    কচি কচি চারাগুলোয় ফলবে যখন ধান
ময়না-টিয়া-শালিক এসে শোনাবে রোজ গান।
                মেহনতের কষ্ট ভুলে
             উঠবে সবার হৃদয় দুলে
    নবান্নতে রইবে মেতে বইবে খুশির বান।


                  সুখের ঠিকানা


  ভালো থাকার জন্য মানুষ খুঁজছে চাবিকাঠি
অঙ্ক কষেও পায় না খুঁজে কোন সোনাটি খাঁটি।
               মন যদি না শুদ্ধ হয়
             কেঁচো দেখেও পাবে ভয়
   অন্তরে তাঁর আগুন জ্বলে বসন পরিপাটি।