.          ভগ্নহৃদয়


মনটা যে তাঁর ভুবনডাঙা
  দ্বিচারিতায় হৃদয় ভাঙা।
       ডাকছে কোকিল
         দুয়ারে খিল
পায় না সাড়া পলাশ রাঙা।


                   দূতের কীর্তি


  মর্ত্যে এসে দুজন দূতই গাঁজাতে দম দিচ্ছিল
মরার আগেই কাঁধে তুলে দেহ নিয়ে দৌড় দিল।
           ‘তোরা দুজন অন্ধ নাকি!’
            ধর্মরাজের ধমক সে কী
‘যা নিয়ে যা মর্ত্যলোকে যেখানে ও ধুঁকছিল।’।