.     ফাগুনে আগুন


   রং লাগলো মনে ফাগুন
পলাশ-শিমুল ছড়ায় আগুন।
         আয় পাপিয়া
          জুড়াই হিয়া
ও রুপসি তোর কত গুণ।


                   সংযম


ছুটছে মানুষ কীসের আশায় বিশ্বজুড়ে
লোভের ফাঁদে পা দিয়ে সে কবর খুঁড়ে।
                 সংযত মন
                 সুস্থ জীবন
  পৌঁছে দেবে পরিশেষে পাহাড় চূড়ে।