.              কাঞ্চন


সারাটা বছর শুধু খাওয়া আর ঘুম
ফাগুন এলেই ফুল ফোটাবার ধুম।
            বেগুনি কাঞ্চন
            বসন্তে চনমন
প্রজাপতি মধুকর দিয়ে যায় চুম।


                  সুখের পায়রা


হোলিতে আজ পলাশ সখা আবির মেখে লাল
শিমুল বলে, ‘দেখ এদিকে কেমন রাঙা গাল’।
             ‘সারাবছর আমরা ফুটি’
              জবারানির কী ভ্রূকুটি
‘তোরা দুজন সুখের পায়রা ভরাস এখন ডাল।’