.                  কাজলা মেয়ে


তাকায় না কেউ কোনোদিনও বর্ণ বেজায় কালো
হোলির ফাগে রঙিন সাজে জ্বলছে মুখে আলো।
            আজকে সবাই আমায় দেখে
             আলাপ করছে কাছে ডেকে
     চিরস্থায়ী হলে এ রং হতো কতই ভালো।


                   বিরহে কাতর


কোথায় থাকে সারা বছর আসে না বাগানে
ঋতুরাজের আগমনি পৌঁছে দেয় সে কানে।
                  ডাকে বৃক্ষচূড়ে
                  খুশি হৃদয়জুড়ে
  বিরহিণী খোঁজে তাঁরে ভালোবাসার টানে।