.               রঙিন হলো মন


  ইচ্ছে করে লাল আবিরে রাঙাই দুটি গাল
দেখতে তুমি পাও না জানি, দুঃখ চিরকাল।
               একটু আবির নাও
               আমার গালে দাও
কোমল হাতের স্পর্শ পেয়ে হৃদয় লালে লাল।


                 কখন দেখা পাই


মেলা এলে এক পা খাড়া আমার যাওয়া চাই
কেন যে যাই কেউ জানে না বঁধুর দেখা পাই।
            নিত্য নতুন রঙিন বেশে
           আমায় দেখে উঠবে হেসে
নাগরদোলায় ঘন্টাখানেক দুজনে দোল খাই।