.            ঘরামির ঘর কানা


   সালামত ঘরামির চিরসাথি অনটন
কাজে যদি নাই যায় ভুখা রয় পরিজন।
           নিজঘরে চাল ফুটো
          কোথা পাবে খড়কুটো
ভিজে যায় ঘরদোর নামে যেই বরিষণ।


           যে ফুল না ফুটিতে-


ফুলের ছোট্টো কুঁড়িটাকে ফুটতে দিল না
অকালে ঝরিয়ে দিল বিবেকে বাধল না।
           অমানবিক অত্যাচার
          ঘটছে দেশে বারংবার
এমনিভাবে কত কুঁড়ির ফোটাই হ’ল না।