.                      লজ্জাবতী


   আঁধার হলে লজ্জাবতী চক্ষু বুজে থাকে
খুলবে আঁখি ঊষাকালে সুয্যিমামার ডাকে।
               স্পর্শকাতর গা-যে
               পড়বে ঢলে লাজে
বলতে নারাজ লজ্জাবতী, 'ছুঁয়ো না আমাকে।



                জ্যোৎস্নালোকে


    গন্ধ বিলায় কুসুমকলি রাতেরবেলা
জ্যোৎস্নালোকে দখিন বায়ে নিত্য খেলা।
             উজল তারার মতো
               জ্বলছে শত শত
নয়ন মেলে পাতার ঢেউয়ে ভাসায় ভেলা।