.                    মৌচাক


মৌমাছিরা গাছের ডালে বানায় ওদের চাক
বাঁচার রসদ জমিয়ে রেখে রয় ওরা নির্বাক।
               জাগে সারাক্ষণ
                কর্মে সদা মন
পুরোদস্তুর সুরক্ষিত রয় না কোনও ফাঁক।


                মনের জোর


রাশভারী লোকটিকে কে না পায় ভয়
  মুখের আদল দেখে রাগী মনে হয়।
               খুব সচেতন
               সরল তেমন
  বুঝেসুঝে কাজ করে সবখানে জয়।