.          করুণাময়ী মা সারদা


সারদামণির করুণাধারা ঝরে সবার 'পরে
ছুত-অচ্ছুত বিচার নেই বিলায় অকাতরে।
           সবাই যে তাঁর সন্তান
          মায়ামমতার এত টান
  স্বরূপ কভু করেনি প্রকাশ বিশ্বচরাচরে।


                 প্রতীক্ষা


আলোর নাচন ঝলমলানো কচিপাতায়
গহিন বনে উতল হাওয়া মনকে মাতায়।
         প্রেমিক চলে নেচে গেয়ে
         কখন আসে আছে চেয়ে
বিরস মনে তাঁর প্রতীক্ষায় সময় কাটায়।