.            দাদুর হাতে জাদু


     দাদুয়ার টাক যেন বড় মার্বেল
তাইতো লাগে না তাঁর শ্যাম্পু বা তেল।
              খায় ঘুরপাক
              ঠোকরায় কাক
  লেখনীর জাদুতেই দেখায় সে খেল।


             নির্লজ্জ


কাজ করে না ঘুরে বেড়ায়
পাড়ায় পাড়ায় সাহায্য চায়।
           কানকাটা
           খায় ঝাঁটা
তবুও তাঁর লাগে না গায়।