.        একুশের স্মৃতি


রক্তরাঙা একুশ ফেব্রুয়ারি
বঙ্গবাসীর ঝরে অশ্রুবারি।
      বাংলাভাষার টানে
      জমায়েত ময়দানে
লেখনী হোক মুক্ত তরবারি।


          উদাসীন


জ্বলছে আগুন পুড়ছে শহর
মরছে মানুষ গুনছে প্রহর।
       রাস্তা কোথায়
       বেশ অসহায়
আড়ম্বরের বাড়ছে বহর।