.     খালিপেটে ভক্তি আসে না


অভুক্ত মানুষের প্রেম পূজা আসে না
নিরেট লোহাখন্ড জলে কভু ভাসে না।
               ক্ষুধা নিবৃত্তি
               জাগে প্রবৃত্তি
ভজনপূজনে রত গুরু রবে পাশে-না।


                      বিপর্যয়


     দিনদুপুরে ঘনিয়ে এল হঠাৎ অন্ধকার
এ যেন এক পাতালপুরী যায় না দেখা আর।
             ঘূর্ণিঝড়ের রুদ্ররোষে
            হাত গুটিয়ে আছি বসে
সাজানো ঘর লন্ডভন্ড নেই কারও নিস্তার।