.           শুশনি

শুশনি দেখে নামি ক্ষেতে
তুলি আমি আঁচল পেতে।
        ঘুম-সহায়ক
        এ কথা হক
দারুণ লাগে ভাজা খেতে।


   চতুর বিড়াল

   ইঁদুর থাকে গর্তে
বিড়াল পারে ধরতে।
      ক্ষীপ্র গতি
      ধূর্ত অতি
পারে না সে সরতে।