জপে শান্তি


  সর্বদা কাছে তাঁর থাকে জপমালা
বয়সের ভারে দাদু একেবারে কালা।
            ঠোঁট দুটি নড়ে
            মনে মনে পড়ে
শান্তিতে কাটে দিন ভুলে সব জ্বালা।


                তুষের আগুন


  এনেছে বাজার থেকে শুধু চুনোপুঁটি
দেখেই বউদি আজ চালে কালো ঘুঁটি।
              রেগে আগুন
              তেলে বেগুন
যখনি চেয়েছে কফি, চেপে ধরে টুঁটি।