*                 বিপরীত মেরু


রমার সঙ্গে ঝগড়া করে পারবি কি তুই জিততে?
কণ্ঠে যে ওর আগুন ঝরে নেইকো তা তোর চিত্তে।
             রমার চেয়ে নাচিস ভালো
             টুকটুকে রং ছড়ায় আলো
  তোর সঙ্গে তো পারবে না সে টেক্কা দিতে নৃত্যে।
                     ***


                  শরীরচর্চা


লেগিনস পরে খোলা মাঠে করছে ছোটাছুটি
সখীরা ওর যেই দেখেছে হেসেই লুটোপুটি।
             শরীরচর্চা করলে পরে
            চর্বি ও ঘাম পড়বে ঝরে
   উপহাসের পাত্রী হবে হয় যদি খুব মুটি।