.   এই তো জীবন


করাত দিয়ে লৌহ কাটে
ইট-পাথরে বক্ষ ফাটে।
    হাত-পা কাঁপে
     কাজের চাপে
পরিশেষে উঠবে খাটে।


    পথ দেখাও


নেমে এলো কালো
যায় না দেখা ভালো।
   কোথায় গেলে
   আমায় ফেলে
দেখাবে কে আলো।