অভিসার


গোধূলির রং মেখে বলাকারা ভাসছে
চাঁদমামা কাকে দেখে খিলখিল হাসছে।
           একা ধনি নদীতীরে
          হেঁটে চলে ধীরে ধীরে
দূরে ওই দেখা যায় বঁধু তার আসছে।


                 রবি-সুধা


সকাল-সাঁঝে আলোর মেলা আকাশজুড়ে
  হিরের দ্যুতি ঠিকরে পড়ে পাহাড়চূড়ে।
                চলবে খেলা
               রোজ দুবেলা
  ঢালবে সুধা জগৎ-বাসীর হৃদয়পুরে।