.                 চড়ুইভাতি


   জমেছে বেশ চড়ুইভাতি নদীর চরে
হাড়কাঁপানো পৌষের শীতে রবির করে।
         চিলিচিকেন ফ্রায়েডরাইস
       গাছের ডালে পাখিদের শিস
  চেটেপুটে খাচ্ছে সবাই আয়েশ ক’রে।


                    পিছু ডাক


  দিঘির দিকে যাচ্ছে জগা ঝুলছে কাঁধে জাল
পিছন থেকে শুধায় মাধা, ‘কোথায় ছিলি কাল?’
         থমকে দাঁড়ায় পথের মাঝে
         অমন ডাকে জ্বলছে গা-যে
জামাই ঘরে, মাছ না পেলে- বউ ছাড়াবে ছাল!