.        মাঝরাতে  চুপিসারে


  হাঁড়িসম ভুঁড়ি তাঁর বড় বেশি যে ভারে
তবু লোভ সামলাতে কখনও সে না পারে।
           খেয়েদেয়ে শুতে যায়
            নিশুতিতে উঠে খায়
বউ থাকে ঘুমঘোরে বাধা দেবে কে তাঁরে!


                      মোক্ষলাভ


পুণ্যলাভের আকাঙ্ক্ষাতে সাগরতীর্থে ভিড় জমায়
মকরস্নানের এমন সুযোগ ভাগ্যবানই কেবল পায়।
               লক্ষ লোকের সমাগমে
               সাগরমেলা উঠল জমে
   সাধুসন্ত আমজনতা কপিলমুনির আশিস চায়।