কে আছে তোর কাঁদিস কেন
কেন রে তোর মলিন বেশ
নামছে আঁধার বাড়ি কোথায়
কামড়ে তোকে করবে শেষ।


শেয়াল কুকুর ঘুরছে কত
রাস্তাপাশে গহিন ঝোপ
পা পা করে আসবে কাছে
সুযোগ বুঝে মারবে কোপ।


নীরব কেন বল আমারে
কে আছে তোর আপনজন
ওই যে দূরে মাটির বাড়ি
একাই থাকি রয় না মন।


নিকট বা দূর সব অজানা
অনাথ আমি আশৈশব
তাইতো পথে ঘুরে বেড়াই
পথেই আছে আমার সব।


একটু নুয়ে জানাই ওকে
আমার বাড়ি এখন চল
এখানে নয় রইবি কাছে
শুনেই চোখে নামল জল।


মায়ের মতো আদর পাবি
আমার কথায় কাটল ঘোর
দূর হবে তোর দুঃখ ব্যথা
রইবে অটুট স্নেহের ডোর।।