বাগানেতে চারা গাছ
ধীরে ধীরে বাড়ে
রকমারি ফুল দিয়ে
ওরা মন কাড়ে।


একটুকু ভালোবাসা
শিশুমন চায়
ঠিক পথে গড়ে তোলা
বাবা মা’র দায়।


প্রথমেই চেনে মাকে
শেখে মা ডাক
রাঙা দুটি ঠোঁট নাড়ে
ফোটে মুখে বাক।


ফুলকলি শিশুদের
নিষ্পাপ মন
ওর কাছে সর্বদা
বল সুবচন।


শিশু সাথে শিশু হয়ে
মেলামেশা চাই
তাহলেই শিশুমনে
স্থানটুকু পাই।


কোনও কাজে অকারণে
দেখাবে না ভয়
হাসি আর ছড়া দিয়ে
কর মন জয়।