সাগরের ঢেউ দেখে  
স্মৃতিপটে রাখি এঁকে
ফিরে ওরা যায় কোথা কোন ঠিকানায়,
সূর্যের আলো মেখে
হাসিখানি মুখে রেখে
মিশে যায় বুঝি ওই নীল নীলিমায়।


ছন্দ বিরামহীন
একটানা বাজে বীণ
অনন্ত অতল সাগর কূল কোথা তার,
রূপোলি চাঁদের খেলা
সাগরে ভাসায় ভেলা
অনুপম রূপরাশি হেরি অনিবার।