ভূত তাড়াতে ঘেঁটুর মা
ঘরে ঝোলায় জুতো
ঘেঁটুর গলায় পরিয়ে দেয়
তাবিজ বাঁধা সুতো।
শুটকি মাছ পুটলি করে
রাখে খড়ের চালে
লম্বা ঝাঁটা গায় বুলিয়ে
কালি লাগায় গালে।
ঘুনসিতে রয় জালকাঠি
তামার ছাঁদা পয়সা
মা বলে ভূত আসবে না আর
ঘেঁটুকে দেয় ভরসা।
তবুও ভয় অন্ধকারে
গা করে ছমছ্ম
পেছন থেকে কে যেন কয়
আমি যে তোর যম।
কাঁথার ভিতর শুয়ে ঘেঁটু
জড়িয়ে ধরে থাকে
কানে কানে ভয়ের কথা
সবই বলে মাকে।