বৃষ্টি এল ঝেঁপে
খোকনসোনা দাঁড়িয়েছিল
বুকটা ওঠে কেঁপে।


কে বা দিল হানা
দত্যি দানো ঢিল ছুঁড়ে কি
মেঘ করেছে কানা?


শ্রাবন করে খেলা
গগনতলে যাচ্ছে ভেসে
কালো মেঘের ভেলা।


কেন যে মুখ ভার
সুয্যিমামা লুকিয়ে গেছে
দেয় না দেখা আর।


কত রকম ছবি
বিরস মনে আঁকছে খোকা
বেরিয়ে এল রবি।


রোদ-বৃষ্টি দেখে
রামধনুও রাঙায় দেহ
রবির ছটা মেখে।