পাহাড়ি লেকের ধারে
   অপরূপ সম্ভারে
        সেজে ওঠে গিরিচূড়া
              রবি কিরণে,
নীলাভ আকাশ জুড়ে
   রামধনু মেঘ ফুঁড়ে
      দেখা দেয় হাসিমুখে
            ওই বিজনে।


সোনা রোদে ঝ্লমল
    নদীবুকে বহে জল
        যেন কোনো শিল্পীর
             আলপনা আঁকা,
গাঙচিল করে খেলা
    মহামিলনের মেলা
        স্ব্প্নপুরীর দেশ
             নির্জন ফাঁকা।


দূরদিগন্ত পানে
    উড়ে যায় কার টানে
         নিমেষে হারিয়ে যায়
             কিছু না বলে,
সারারাত জেগে থেকে
     অঙ্গে জোছনা মেখে
         শত তারা ডুব দেয়
             সরসী-জলে।