পামগাছ মনে ভাবে
          এক পায়ে দাঁড়িয়ে
চটপট মাথা তুলে
          যাবে সব ছাড়িয়ে।


কেউ কাছে আসে না
         ছায়া কোথা তার
বিষণ্ণ মন তাই
         কে বা দেবে ধার।


পাশাপাশি কত গাছ
         হাওয়ায় দোলে
প্রাণীকূল হাঁফ ছাড়ে
         ছায়াভরা কোলে।


স্নিগ্ধ শীতল বেশ
        হাওয়া ফুরফুরে
সুজন বাজায় বাঁশি
         সুমধুর সুরে।


কত পাখি গান গায়
         বৃক্ষের শাখে
তলে বসে খেলে শিশু
         কত ছবি আঁকে।