সারাদিন বৃষ্টিধারা
        ঝরছে ঝরঝর
কচুপাতায় জলের ফোঁটা
        কাঁপছে থরথর।


কাকভোরে ঘুম ভেঙেছে
        কোয়েল কুহু ডাকে
সব কাজ ফেলে রেখে
        ডাকছি এসে মাকে।


কুয়ো থেকে জল তুলে
        স্নানের কাজ সারা
পুজোর জোগাড় কে করবে
        মালা গাঁথবে কারা?


দিদা ডাকে আয়-না মণি
        পুজোর  জোগাড় কর
বেলপাতা ফুল সাজিয়ে
        প্রদীপে তেল ভর।


দুধ-ঘি আর ধূপকাঠি
        রাখবি একপাশে
ধুনুচিতে ধুনো দিবি
        ভরবে মধুর বাসে।


আজ শুক্লা পঞ্চমী
        সরস্বতীর বোধন
ছোটো বড় সবার তাই
        শুচিশুভ্র মন।