এমন সুখ কোথায় পাব
যেমন আমি পাই
বাঙলা মায়ের কুঁড়ে ঘরে
মন পেয়েছে ঠাঁই।


গাঁয়ের মেঠো রাস্তা ধরে
একলা চলি আমি
ধানের খেতে দোয়েল দেখে
অবাক হয়ে থামি।


আম কাঁঠালের ডালে ডালে
দুলছে কত ফল
সখীরা সব আমায় ডাকে
'খেলতে যাব চল।'


দিঘির বুকে সাঁতার কাটি
শালুক ফুল তুলি
বিকেলবেলা গল্প পড়ি
দোলায় বসে দুলি।


আষাঢ় মাসে মায়ের সাথে
যাই রথের মেলা
আলো-আঁধার মাঠটা জুড়ে
চলে প্রাণের খেলা।


ব্যস্ততায় দিনগুলো সব
হরষে যায় কেটে
যখন যা চাই পেয়ে যাই
আমার দাবি মেটে।