ঝিনুকগুলো কী বাহারি
কোথায় এদের বাস
হরেরকম নক্সাকাটা
কেউ কি করে চাষ?


মা হেসে কয় না রে সোনা
থাকে সাগরতলে
শ্যাওলা খেয়ে এমন গড়ন
ধীর গতিতে চলে।


তাইনা শুনে খোকন বলে
চলোনা জুহু বীচে
ডুবসাঁতারে তুলি ঝিনুক
থাকেই যদি নীচে।