মহাবিস্ময় বীর সন্তান
মানবলোকের নেতাজি সুভাষ
নিবেদিত প্রাণ দৃঢ় প্রত্যয়
স্মৃতি তব আজ ইতিহাস।


কণ্ঠে সদা অভয়মন্ত্র
অসীম সাহস দুর্নিবার
জয়হিন্দ ধ্বনি আকাশে বাতাসে
গর্জে উঠেছে বারংবার।


ভারতমাতার দুঃখ মোচনে
একযোগে উদ্বুদ্ধ
আন্দোলনের নিশান উড়িয়ে
হতে হ'লো কারারুদ্ধ।


উচ্চকণ্ঠে শপথ তোমার
আপসে  আস্থা নাই
রক্ত ঝরিয়ে শত্রু হটিয়ে
মা'র  স্বাধীনতা চাই।


ভূল বুঝেছিল আনেকে সেদিন
অনুশোচনায় ভরে মন
তবুও অটল লক্ষ্য তোমার
সেলাম জানায় জনগন।


আজকে ভারত হলেও স্বাধীন
ভরে গেছে অনাচারে
শান্তি ও সুখ একটুও নেই
আজব এই কারাগারে।