ঝলমলে রোদ্দুরে
        দুটো বেজি ঘোরেফেরে
            ঢুঁ মারে চারিদিকে খাবারের খোঁজে,
দেখে পড়ে আছে ফল
        বলে তাড়াতাড়ি চল
            একসাথে দৌড়ে লাগে মহাভোজে।


কী জানি কীসের ভয়ে
        খায় ওরা দ্রত লয়ে
            তাকায় ক্ষণে ক্ষণে ওরা পিছু ফিরে,
গাছের ছায়ায় এসে
        দুজনে একটু বসে
            পায়ের সাড়া পেয়ে যায় নদীতীরে।


এ ভাবেই রোজ রোজ
        সারে ওরা মহাভোজ
            একবার আসা চাই এই বাগিচায়,
একদিন সাথে দেখি
        ছোটো দুটো ছানা এ কী!
             মা-বাবার পিছু পিছু ছুটে যায়।