ফোলা ফাঁপা গোলগাপ্পা
খেতে বড়ই স্বাদু
ফুচকাওয়ালা এলেই
উশখুশ করে দাদু।


আঙুল দিয়ে ফুটো করে
ভরে আলু-চাটনি
তেঁতুলজলে ডুবিয়ে দিতে
নেই কোনো খাটনি।


শালপাতার ঠোঙার 'পরে
বিলোয় টপাটপ
দাদু-দিদার জ্বলজ্বলে চোখ
গিলছে গপাগপ।


কোথায় ছিল নাতনিসোনা
ঠিক বুঝতে পারে
সেও এসে দশটা খেয়ে
কাটল চুপিসারে।


ইশারায় বলল তুতুল
পয়সা দেবে দাদু
পরে দাদুর টনক নড়ে
এটা কেমন যাদু!