রাতেরবেলা শেওড়াগাছে
দেখি বিনা চশমাতে
মামদোভূতের ছানাগুলো
লাফালাফি জ্যোত্স্নাতে।
মায়ের কোলে হাত পা ছোঁড়ে
জটলা বেঁধে গড়ায় ঘাসে
রং মেখে গায় বেজায় খুশি
উদ্দাম নাচ উল্লাসে।
এ ওর গায়ে মারছে ঘুসি
দিচ্ছে কষে কানমলা
আদর মেখে ডিগবাজি খায়
শূন্যে তুলে চ্যাংদোলা।
খিদের সময় ফুঁপিয়ে কাঁদে
থামতে চায় না অল্পেতে
মায়ের আদর বুকের সুধা
কান্না থামায় অল্পেতে।