চৈত্রের দাবদাহ কাটে না দিবস
দেহ হতে ঘর্ম পড়ে ঠসঠস।
দোলনায় বসে শুনি 'কে আছ কোথায়?'
দূর হতে কার যেন ডাক শোনা যায়।
শুনসান ঘরখানি নিঝুম দুপুর
মনে খুব নাড়া দেয় করুণ সে সুর।
হাতছানি দিয়ে সে ডাকে আমারে
ক্ষুধার বিষম জ্বালা বলে আর কারে।
শতচ্ছিন্ন মলিন বস্ত্র তার দেহে
ভিক্ষার ঝুলি নিয়ে ফেরে গেহে গেহে।
গেট খুলে এল সে বাগানের কোণে
মুখপানে চেয়ে দেখি বারি নয়নে।
কাছে গিয়ে হাতে দিলে সামান্য খাবার
খুশি হয়ে বলে 'মাগো, আসব আবার।'