খাঁচার টিয়া মা মা বলে
মিষ্টি সুরে ডাকে
মুখ ফিরিয়ে চলে যায়
দেয় না সাড়া তাকে।
দাঁড়ে বসে লেজ দুলিয়ে
দোলে অহর্নিশ
আকুতি তার চোখে মুখে
কেবলই দেয় শিস।
মলিন মুখে চেয়ে রয়
খোলা আকাশ পানে
একনাগাড়ে ডেকে চলে
যায় না কারও কানে।
দোয়েল ফিঙে ডালে বসে
মিষ্টি সুরে বলে
খাঁচা খুলে আয়-না সই
সুদূরে যাই চলে।
খাঁচায় বসে রোজ আমি
ভজি কৃষ্ণ নাম
সুখ-দুঃখ দুই আছে
এই স্বর্গধাম।