বাঙলা মায়ের কোমল-কোলে
রফিক সালাম আজও দোলে।
আগুন ঝরায় কৃষ্ণচূড়া
একুশের গান ভুবনজোড়া।
শাখায় শাখায় আম্রমুকুল
রক্তকরবী পারুল বকুল।
নীরব সাক্ষী নীল আকাশ
মেঘের ভেলায় শুভ্র কাশ।
এপার-ওপার মালায় গাঁথা
হৃদয়হারিণী নকশিকাঁথা।
বাঙলা আমার জন্মভূমি
বীর শহিদের চরণ চুমি।
একুশে অর্ঘ্য চরণতলে
পলাশ শিমুল লালকমলে।