ছোট্টো খুকু চুপটি করে
বসে মায়ের কোলে
পরনে তার হলুদ চেলি
ফুলের মালা গলে।


মনোহরণ বেশ খুকুর
তুলনা তার নাই
এই বুঝি তার ডাক আসে
অপেক্ষাতে তাই।


সুযোগ এল একটু পরে
খুকুর মুখে হাসি
গানের তালে বাজে নূপুর
দেখে সবাই খুশি।


স্টেজের 'পরে নাচে যখন
যেন সে ফুলপরি
ঝলমলিয়ে ঝিলিক দেয়
চুনরীভরা জরি।


হাত তালি আর থামে না
রবীন্দ্রসদনে
আবেশভরা সুরের ছোঁয়া
লাগে সবার মনে।